maju-fol মাজু-ফল

 

মাজু ফল এর ইংরেজি নাম হচ্ছে gallnut বা marking nut । এটি মূলত একটি চাইনিজ ফল। গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না।

এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে। গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি। এটি ওক গাছে হয়ে থাকে। বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে। তাই চাইনিজ মার্কেটে এটি বেশি পাওয়া যায়।

মাজুফল বা গাল নাট এর নানা রকম ব্যবহার রয়েছে। আসুন তার কিছু জেনে নেই।

এটি একটি প্রাকৃতিক ঔষধি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ফেসবুকে অনেকেই বলেন এটি ব্রেস্ট টাইটনিং এর কাজ করে। তবে এর কোন সত্যতা পাওয়া যায়নি। তবে এন্টি এজিং এ এর নানা উপকারিতার কথা জানা যায়।

তবে দাঁতের যত্নে, লিউকোরিয়ার সমস্যা, ভাঙ্গা হাড় জোড়ার কাজে ভালো কাজ করে থাকে। এতে রয়েছে গ্যালিক এসিড। যা আপনার রক্তের সুগার নিয়ন্ত্রন করতে সাহায্য করবে।

মাজুফলের পেস্ট বানিয়ে ভাঙ্গা জায়গায় লাগিয়ে রাখলে দ্রুত হাড় জোড়া লাগে এমন তথ্যও ইন্টারনেটে পাওয়া যায়।

বিমবিমা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ভ্যাজিনাল মাসল টাইট করার জন্যও এটি ব্যবহার করা হয়ে থাকে। বাচ্চা হওয়ার পর এটা এভাবে কয়েকদিন ব্যাবহারের ফলে vagina পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে।

আরো কিছু তথ্যঃ
উপকারিতা :

১। বয়সের ছাপ দুরীকরন: ফল দিয়ে তৈরি পানিটা নিয়ে মুখে ৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলতে হবে।এভাবে অল্পদিন ব্যবহারেরই স্কিন টানটান হয়ে বয়সের ছাপ দ্রুত দূর করে দেয়
২। মুখের ছোট ছোত গর্ত দূর করে
৩। প্রথম ব্যবহারেই ফেইসের স্কীন মসৃণ করে।
৪। ব্রন প্রতিরোধ করে: এটি antibacterial agent.যার কারনে এটি ব্যাবহারে ব্রনের সমস্যা দূর হয়।
৫। BREAST TIGHTENNING : একইভাবে এটি breast এ use এর ফলে অল্পদিনেই আপনার breast এর skin পুরোপুরি tight হয়ে যাবে।

Side effect:
**প্রেগন্যান্ট ও পিরিয়ড চলা অবস্থায় এটি vagina তে use করা যাবে না।**

মাজুফল ব্যবহারের নিয়মঃ
এই ফল এন্টি এজিং এ খুব ভালো কাজ করে থাকে। এই ফল ৫-৬টা গুড়া করে ২কাপ পানিতে সিদ্ধ করে নিন। সেই পেস্ট ঠান্ডা হলে মুখে ৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেললে তা আপনার ত্বক টানটান করতে সাহায্য করবে। এটি একটি এন্টি ব্যাকটেরিয়াল এজেন্ট। তাই ব্রণের থেকেও মুক্তি পেতে ব্যবহার করতে পারেন।

maju-fol মাজু-ফল

maju-fol মাজু-ফল

মাজু ফল পেতে ক্লিক করুন এ কল অথবা ইন বক্স করুন chuijha.com এ।

অথবা কল করুন- 01752805798 এই নম্বরে।

ধন্যবাদ।

Description

Top of Form


Comments are closed.